যথাযুক্ত
ভণ্ড |
সোনিয়া গমেজ
ধর্মের নামে সবার আগে আছে কিছু ভক্ত,
যীশুর বানীতে নয় তারা মূর্তিতেই অনুরক্ত ।
অন্যের ভালবাসা দেখে তারা করতে চায় বিভক্ত,
টাকা-পয়সা জমি-জমা ভোগ দখলে আসক্ত।
পরের সম্পদ খেয়েও তারা সারাজীবন অভুক্ত,
গোপন কথা ফাঁস হলে তারা গুন্ডা করে নিযুক্ত।
সময় পেলে বসে ভাবে কেমনে করবে উত্যক্ত,
দানের বেলায় সেটাই দিবে যেটা তার পরিত্যাক্ত।
কথা বলে মিঠা মিঠা খাঁটি মধুযুক্ত,
কাজের বেলায় কাজ করে না, দয়ামায়া মুক্ত।
সারাজীবন শোষণ করে অন্যের রক্ত,
প্রতিবেশী তাদের জ্বালায় পুরোপুরি বিরক্ত।
এরাই দখল করে সমাজের তক্ত,
সমাজ শাসন করে কথা বলে শক্ত।
যতই প্রার্থনা করে তারা প্রত্যেক ওয়াক্ত
মনের ভেতর ময়লা নিয়ে ধর্ম হবে না পোক্ত।
আরও কবিতা পড়তে ক্লিক করুন
খুবই ভালো লেখা
ReplyDelete