Header Ads

হ্যাপি নিউ ইয়ার

Newyear-2023

 

আজ থেকে শুরু হচ্ছে নতুন বছর ২০২৩ সাল। নতুন বছরে প্রতিটি মানুষের মনে নতুন কিছু স্বপ্ন, আশা, উদ্দেশ্য কাজ করে। প্রত্যেকটি মানুষই চায় তার নতুন বছরটি যেন গত বছরের চেয়ে আরও বেশি সুখ, সমৃদ্ধি ও আনন্দে ভরে থাকে। আর নতুন বছরে এটাই মানুষের একান্ত কাম্য হওয়া উচিত।

তবে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, তা হচ্ছে কিছু পেতে হলে আমাদের কিছু দিতে হয়। নতুন বছরে আমরা যদি আমাদের সমৃদ্ধি চাই তবে সেই সমৃদ্ধি পাওয়ার জন্য আমাদের পরিশ্রম করতে হবে। আর নিজেকে সুখি করতে প্রথমেই নিজেকে সুস্বাস্থ্যর অধিকারী করতে হবে। পরিমিত ও সুষম খাদ্য গ্রহণ করতে হবে। নিয়মিত শরীরচর্চা করতে হবে। মানসিক প্রশান্তির জন্য মেডিটেশন করতে হবে আর সবচেয়ে বেশি যে কাজটা করতে হবে তা হচ্ছে পরনিন্দা ও পরচর্চা ত্যাগ করতে হবে।

অন্যের সমালোচনা করে, অন্যকে কষ্ট দিয়ে কখনো সুখি হওয়া যায় না। সুখ আর আনন্দ পেতে হলে আমাদের অন্যকেও সুখি করতে হবে, অন্যকেও আনন্দ দিতে হবে।

নতুন বছরে নতুন নতুন পোশাক পরে, সাজগোজ করে, পার্টি করে, খেয়েদেয়ে শুধু নতুন স্বপ্ন দেখলেই সেই স্বপ্ন পূরণ হবে না। আমাদের সময়কে কাজে লাগাতে হবে। পুরনো বছরের দিকে ফিরে দেখতে হবে কোথায় আমাদের ব্যর্থতা ছিল। কোথায় আমরা আমাদের সময় ও সুযোগকে কাজে লাগাতে ব্যর্থ হয়েছি। পুরনো বছরের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সেই অনুযায়ী আমাদের নতুন বছরের পরিকল্পনা করতে হবে।  

আসুন আমরা আমাদের পুরনো বদ অভ্যাস, নেতিবাচক চিন্তা-ভাবনা এবং পরনিন্দা-পরচর্চা বাদ দিয়ে ইতিবাচক মনোভাব নিয়ে ২০২৩ সাল শুরু করি। পুরনো দিনের, পুরনো বছরের জরাজীর্ণতা ভুলে আমরা হয়ে উঠি সম্পূর্ণ নতুন মানুষ। তবেই আমাদের নতুন বছর পালন ও নতুন বছরকে গ্রহণ করা সার্থক হবে।  

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।


আরও পড়ুন  ঘুরে এলাম 3D Art Gallery  

No comments

Theme images by Deejpilot. Powered by Blogger.