দিনটা ছিল বিশেষ
![]() |
Sunday school results |
গতকাল দিনটি ছিল আমাদের জন্য বিশেষ এক দিন। গতকাল মৈত্রীর পঞ্চমশ্রেণীর সরকারি বৃত্তি পরীক্ষা ছিল। সকাল থেকেই আমাদের ব্যস্ততা। সকাল আটটায় পরীক্ষা কেন্দ্রে গেলাম। সাড়ে নয়টায় পরীক্ষার শুরু হয়েছে এবং শেষ হয়েছে সোয়া বারটায়। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে যা শিখানো হয়েছে তার উপর ভিত্তি করে দুইশ নম্বরে পরীক্ষা হয়েছে সোয়া দুই ঘণ্টায়। মেয়ের পরীক্ষা ভাল হয়েছে। সে খুব খুশি কারণ তার এবছর আর লেখাপড়া নেই।
বিকেলে ছিল সানডে স্কুলে বড়দিনের কনসার্ট এবং পরীক্ষার ফলাফল প্রকাশ। করোনার কারণে গত বছরের পরীক্ষার ফলাফলও প্রকাশ করা হয় নি। গতকাল চতুর্থ ও পঞ্চম দুই শ্রেণীর পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে।
মৈত্রী চতুর্থ ও পঞ্চম দুই শ্রেণীতেই প্রথম স্থান অধিকার করেছে। ফলাফল ঘোষণার পর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও বড়দিনের কীর্তন। বৃত্তি পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকার কারণে মৈত্রী কনসার্টে অংশগ্রহণ করতে পারেনি। কেননা মৈত্রী অনুষ্ঠান প্র্যাকটিসের জন্য সময় দিতে পারেনি। তাই তার মন একটু খারাপ ছিল।
আরও একটা সুখবর হচ্ছে সন্ধ্যায় সানডে স্কুলের অনুষ্ঠান থেকে ফিরে দেখি আমার 'মৈত্রীর পৃথিবী' ব্লগ-এর অ্যাডসেন্স আপ্রুভ হয়েছে।
সকালটা অনেক টেনশনের মধ্যে শুরু করলেও সারাদিনের অর্জনগুলো ছিল গর্ব করার মতো।
No comments