বিশ্বকাপ ফ্যান
সোনিয়া গমেজ
বিশ্বকাপ ফ্যান |
বিশ্বকাপ এলেই সবার আনন্দ উদ্দীপনা,
নানান দেশের পতাকা নিয়ে ব্যাপক উন্মাদনা।
নিউজ পেপার টিভিতে দেখি বিশ্বকাপের খবর,
খেলোয়াড়দের খেলার চেয়ে ফ্যানদের পার্টটাই জব্বর।
পতাকা উড়াতে আর্জেন্টাইনার হারিয়ে ফেলেছে হাত,
ব্রাজিল সাপোর্ট না করলে বউ দেয় না ভাত।
কেউ বলছে কাপ পেলে করবে নাকো বিয়ে,
কেউ আবার খুনোখুনি করে ধারালো অস্ত্র দিয়ে।
শরীর-মন ভাল রাখতে খেলার জুরি নাই,
বিশ্বকাপ ফ্যানদের তো ভাই বিবেক থাকা চাই।
দল সাপোর্ট কর তবে অতি আবেগে নয়,
খেলা শেষে মিলেমিশে থাকা সভ্যতার পরিচয়।
আরও কবিতা পড়তে ক্লিক করুন
No comments