Header Ads

ঘুরে এলাম 3D Art Gallery

3D Art Gallery 



পরিবারের সবাইকে নিয়ে আজ ঘুরে এলাম  3D Art Gallery ভীষণ আনন্দের একটা দিন ছিল আজ।  3D Art Gallery এর সময়সূচী সম্পর্কে অবগত না থাকায় বিড়ম্বনায় পড়তে হয়েছিল। শুক্রবার দিন তাই প্রচুর ভিড় ছিল।

YouTube দেখে  3D Art Gallery সম্বন্ধে কিছুটা ধারনা নিয়েছিলাম। অনেক দিনের আশা ছিল কবে যেতে পারবো Art Gallery তে।  নিজের চোখে দেখে এবং সুন্দর সুন্দর জীবন্ত আর্টগুলোর সাথে ছবি তুলতে পেরে আমি সত্যি অভিভূত। 

তবে 3D Art Gallery তে প্রবেশ করতে গিয়ে টিকিট বিড়ম্বনায় পড়তে হয়েছে। নিরাপত্তার দায়িত্ব পালনকারীরাই সঠিক নির্দেশনা দিতে পারছিলেন না। কেউ বলেছেন অনলাইনে টিকিট কাটতে হবে আবার কেউ ভিন্নভিন্ন কাউণ্টার দেখাচ্ছিলেন। কয়েকবার করে এ কাউণ্টার সে কাউণ্টার ঘুরে অবশেষে মিলেছিল টিকিট।

3D Art Gallery 

ভেতরে প্রবেশের পর 3D Art Gallery ঘুরে দেখার জন্য নির্ধারিত দেড় ঘণ্টা সময় দেয়া হয়। তবে সবকিছু ঘুরে দেখার আগেই এক ঘণ্টা হতে না হতেই  ঘোষণা করা হল বেড়িয়ে আসার জন্য। 

মনে হল হুড়মুড় করে ছবি তুলেই ফিরে এলাম। প্রাণভরে সময় নিয়ে কিছু আর দেখা হল না।  


3D Art Gallery


আরও পড়ুন           বড়দিনের উপহার 


No comments

Theme images by Deejpilot. Powered by Blogger.