মৈত্রী prefect নির্বাচিত হল
prefects |
আমাদের মেয়ে জেমিমা মৈত্রী পাতিরানা Holy Family Girls School এর পঞ্চম শ্রেণীর ছাত্রী। এবছর সে স্কুলের প্রাইমারি শাখায় prefect নির্বাচিত হয়েছে। গত মাসে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রাইমারি এবং মাধ্যমিক শাখার নির্বাচিত prefect দের শপথ পড়ানো হয়। এ সময় তাদের দায়িত্ব হস্তান্তর এবং ব্যাজ পরিয়ে দেন স্কুলের প্রধান শিক্ষিকা। বাবা-মা হিসেবে অনুষ্ঠানে আমাদের অংশগ্রহণের সুযোগ হয়েছিল। আমরা আমাদের মেয়ের এই সাফল্যে আনন্দিত ও গর্বিত।
prefects |
এ বছর ১৮ই ডিসেম্বর মৈত্রী বৃত্তি পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে। সবাই জেমিমা মৈত্রী পাতিরানার জন্য প্রার্থনা ও আশীর্বাদ করবেন।
No comments