Header Ads

বড়দিনের কীর্তনে প্রথম স্থান

 



আমাদের মেয়ে জেমিমা মৈত্রী পাতিরানা গতকাল তার Holy Family Girl's School থেকে বড়দিনের কীর্তন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সারা কলম্বো প্রদেশের স্কুলগুলোর মধ্যে প্রাইমারি শাখায় মৈত্রীর দল প্রথম স্থান অধিকার করে। এটাই ছিল মৈত্রীর জীবনে প্রথম বড় কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ। 

 
কীর্তন শেষে ফটো সেশন। 


কীর্তন প্রতিযোগিতায় মৈত্রী কিবোর্ড বাজানোর দায়িত্ব পালন করে। কীর্তনের ভিডিওটি নিচে দেয়া আছে। দেখে নিবেন প্লিজ। 



 একইভাবে মাধ্যমিক শাখায়ও মৈত্রীর স্কুলের কীর্তন দল প্রথম স্থান লাভ করে। দুই দলকেই অনেক অনেক শুভেচ্ছা। 

No comments

Theme images by Deejpilot. Powered by Blogger.