ব্লগ নিয়ে আমার পরিকল্পনা
আমার পরিবার |
আমি ছোটবেলা থেকেই লিখতে খুব ভালবাসি। স্কুলজীবন থেকেই আমার লেখালেখির হাতে খড়ি। গ্রামের বিভিন্ন ম্যাগাজিনে লিখতাম।
আমার লেখার হাত শাণিত হয় রেডিও ভেরিতাস এশিয়ার কাজ করতে গিয়ে। সেখানে আমি নারীদের নানান দিক নিয়ে লিখে অনুষ্ঠান করতাম যেটির নাম ছিল মহিলাঙ্গন। এছাড়া মাঝে মাঝে ফিলিপাইনের কথা এবং বিজ্ঞানের অগ্রগতি নিয়ে বিজ্ঞানজগৎ অনুষ্ঠান করতাম। ভেরিতাসের বাংলা বিভাগে আমার সবচেয়ে ভাললাগার কাজ ছিল শ্রোতাদের পাঠানো চিঠিপত্র নিয়ে অনুষ্ঠান করতে। শ্রোতাদের পাঠানো প্রত্যেকটি চিঠি আমি খুব মনোযোগ সহকারে পড়তাম। অসংখ চিঠি থেকে আলাপন অনুষ্ঠানের জন্য চিঠি বাছাই করা, তাদের চিঠি পড়া, চিঠির উত্তর দেয়া, শ্রোতাদের কোন বিষয় জানার থাকলে বা তাদের কোন প্রশ্ন থাকতে সেটির উত্তর খুঁজে বের করা এসব কাজ ছিল আমাকে প্রচুর আনন্দ দিত।
বর্তমানে আমি আছি শ্রীলঙ্কায়। এখন শ্রীলঙ্কাই আমার স্থায়ী ঠিকানা। ১৪ বছর যাবৎ এখানে আছি। সম্পূর্ণ নতুন এক দেশ, ভাষা, সংস্কৃতি, শিষ্টাচার, খাদ্যাভ্যাস।
প্রথমে বাংলাদেশ, তারপর ফিলিপাইনে সাতবছর এবং বর্তমানে শ্রীলঙ্কা কেমন করে মানিয়ে নিলাম এবং নিচ্ছি আমার এই ব্লগ-এ সেসবই আমি তুলে ধরতে চাই।
এই blog-এ আমার লেখা গল্প, উপন্যাস, প্রবন্ধ ছাড়াও আমার প্রথম কর্মজীবন, কাজের অভিজ্ঞতা, সিঙ্গেল লাইফ, বিদেশি ভাষা শেখা, বিদেশি ভাষায় লেখাপড়াসহ ফিলিপাইনে আমার সাত বছরের অভিজ্ঞতা শেয়ার করব। আর থাকবে শ্রীলঙ্কায় আমার পরিবার, পারিবারিক জীবনযাত্রার নানান বিষয়।
No comments